RN Trading Limited

ডিএসই মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি

April 13, 2022 | by Jumman Sikder

DSE RN

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট লিডার বা ভলিউম লিডারে নতুন করে উঠে এসেছে বিডি ল্যাম্প এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আজ মার্কেট মুভারে উঠে আসা দুই কোম্পানিরই শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিডি ল্যাম্প: আজ বিডি ল্যাম্পের শেয়ার লেনদেন হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৮৪টি। যার বাজার মুল্য ছিলো ১১ কোটি ০১ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৫ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর কমেছে ৬ টাকা ৮০ পয়সা বা ১.৯৬ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪৬ টাকা ৭০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৩৩৯ টাকা ৯০ পয়সায়।

লংকাবাংলা ফাইন্যান্স: আজ লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ২৮ লাখ ৫৭ হাজার ৯৫টি। যার বাজার মুল্য ছিলো ৮ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৮ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর কমেছে ১ টাকা বা ৩.১৭ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩১ টাকা ৫০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়।

RELATED POSTS

View all

view all