আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অ্যাম্বি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইস্টার্ন লুব্রিকেন্ট এবং লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে অ্যাম্বি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্ট ও লুব-রেফ বাংলাদেশ ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এদিকে ইস্টার্ন লুব্রিকেন্ট একই সভায় চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর মধ্যে অ্যাম্বি ফার্মার বোর্ড সভা আজ বিকাল ৩টায় সেন্ট্রাল ফার্মার বিকাল ৩টায়, ইস্টার্ন লুব্রিকেন্টের বিকাল ৩টায় এবং লুব-রেফ বাংলাদেশের বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

আর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *