নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের পরিচালনা পর্ষদ কারখানায় উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আগামী ১ লা অক্টোবর,২০২২ থেকে উৎপাদন শুরু করবে।
এর আগে গত ৮ নভেম্বর কোম্পানিটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল। কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটাল, ব্যাংক লোন জটিলতা, আর্থিক সংকট কাঁচামাল এবং মূলধনের সংকটে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। প্রসঙ্গত, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজিজ পাইপসের শেয়ার ১৪৭ টাকা দরে লেনদেন হচ্ছে।